পাথর নিক্ষেপ পতিরোধ, পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মানোন্নয়নে পরিদর্শন

রেল দিবস ২০২১ উপলক্ষ্যে স্টেশন সমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মানোন্নয়ন কল্পে ডিএসটিই চট্টগ্রাম জাহেদ আরেফিন পাটোয়ারির কামান্ড্যান্ট চট্টগ্রাম মোহাম্মদ শফিকুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম-দোহাজারী সেকশন-এ (ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থাসহ) পরিদর্শন কার্যক্রম চালানো হয়, এসময় ট্রেনে পাথর নিক্ষেপসহ যেকোনো ধরণের নাশকতামুলক কর্মকাণ্ড রোধে রেলওয়ে কর্মচারি ও জনতার সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

সঙ্গে ছিলেন এসএসএই,সিগন্যাল চট্টগ্রাম, এসআই চট্টগ্রাম চৌকি মোঃ জসিম উদ্দিন, এসআই চট্টগ্রাম (অস্ত্রশাখা) নাফিজ ইমতিয়াজ সহ আরো অনেকে।

চট্টগ্রাম-দোহাজারী সেকশনের প্রায় প্রত্যেকটি স্টেশনে জনসচেতনতা বৃদ্ধি, নাশকতার শাস্তি ও নাশকতা প্রতিরোধের উপায় খুঁজে ব্যবস্থা গ্রহণের পদ্ধতি সম্পর্কে উপরিউক্ত কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। ষোলশহর, জানালীহাট, ধলঘাট, পটিয়া, খান হাট, কাঞ্চননগর, দোহাজারী সহ প্রত্যেকটি স্টেশনেরই যাত্রীসেবার বিষয়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়।