শত বছরের আলোর বাতিঘর মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকায় ১৯০২ সালে প্রয়াত গগন চন্দ্র বড়ুয়া প্রতিষ্টা করেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়। ৪ একর ১৭ শতক জমিতে প্রতিষ্টিত মহামুনি এংগ্লো পালি উচ্চ বিদ্যালয়ে পাহাড়তলী ইউনিয়নের মহামুনি, শেখ পাড়া, বাগোয়ান ইউনিয়নের কোয়ে পাড়া, বহলপুর , রাঙ্গুনিয়্ াউপজেলার বহলপুর, বেতাগী এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া করে আসছে । শত বৎসরের পুরাতন মহামুনি এংগ্লো পালি উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশ বিদেশে সরকারী বেসরকারী প্রতিষ্টানের উচ্চ পদস্থ কর্মকর্তা পদে আসিন রয়েছে । বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় রয়েছে । মহামুনি এংগ্লো পালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক সম্পাদক ডিপি, বড়ুয়া, ড. বেনী মাধব বড়ুয়া, ব্যরিস্টার অরবিন্দ বড়ুয়া ব্রাক বিশ্ববিদলয়ের শিক্ষক ড. এরশাদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়ন রুপম কিশোর বড়ুয়া। মহামুনি এংগ্লো পালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলায় উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে কয়েকবার চ্যম্পিয়ন হয়ে ক্রীড়া ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন । ১শত ১৭ বৎসরের পুরাতন মহামুনি এংগ্লো পালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বৎসর জে, এস সি, এস এস সি পরিক্ষায় কৃতিত্বের অবদান রেখে আসছে । শত বৎসরের পুরাতন