বিব্রতকর, হতশ্রী ব্যাটিংয়

প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছিলো পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ব্যবধান দ্বিগুণ করে টাইগারদের আট উইকেটে হারিয়েছে বাবর আজমরা।

শনিবার (২০ নভেম্বর) টস জিতে গতম্যাচের মতো ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। বিব্রতকর, হতশ্রী ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করে টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পাকিস্তান। অপরাজিত ছিলেন ফখর জামান ৫৭ ও হায়দার আলী ৬ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১০৮/৭ (নাঈম ২, সাইফ ০, শান্ত ৪০, আফিফ ২০, মাহমুদউল্লাহ ১২, সোহান ১১, মেহেদি ৩, আমিনুল ৮*, তাসকিন ২* ; আফ্রিদি ৪-০-১৫-২, ওয়াসিম ৩-০-৯-১, মালিক ২-০-১৬-০, রউফ ৩-০-১৩-১, শাদাব ৪-০-২২-২, নওয়াজ ৪-০-২৫-১)।

আরও পড়ুন: প্রাচীর টপকে মাঠে মুস্তাফিজের পায়ে চুমো খেলো দর্শক

পাকিস্তান: ১৮.১ ওভারে ১০৯/২ (রিজওয়ান ৩৯, বাবর ১, ফখর ৫৭*, হায়দার ১*; মেহেদি ৪-০-২৩-০, তাসকিন ৪-০-২২-০, মুস্তাফিজ ২.১-০-১২-১, শরিফুল ১.৫-০-১০-০, আমিনুল ৪-০-৩০-১, শান্ত ১.১-০-৪-০, আফিফ ১-০-৬-০)।

দারুণ সম্ভাবনাময় ইনিংস শেষ হলো বাজেভাবে। পরপর দুই দিনের দুই ম্যাচে দুই হার। পাকিস্তানের সিরিজ নিশ্চিত। পরের ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।