ইউনিলিভার ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের কালুরঘাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)।

সম্প্রতি কালুরঘাটের ইউসেপ স্কুলে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী। এসময় শ্রম অধিদপ্তরের পরিচালক এস. এম. এনামুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরির্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, ইউনিলিভার বাংলাদেশের কালুরঘাট কারখানার পরিচালক রাম কৈলাশ সিং ভাদৌরিয়া, এমপ্লয়ি রিলেশন্স লিড সানাউল্লা মল্লিক, মেডিকেল ও অকুপেশনাল হেলথ লিড ডঃ আফরোজা আমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পটির মাধ্যমে শিক্ষার্থীসহ প্রায় সাড়ে তিন শ’ মানুষকে বিনামূল্যে সাধারণ মেডিকেল চেকআপের পাশাপাশি চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ওষুধ প্রদান করা হয়। আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলো লায়ন্স ক্লাব, চট্টগ্রাম।