সংসদে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতা ২৪ নভেম্বর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আগামী ২৪ ও ২৫ নভেম্বর বিশেষ আলোচনা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা জানান।

বিশেষ আলোচনায় প্রথম দিন বিকেল ৩টায় স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর জাতীয় সংসদ সদস্যদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে ২০২০ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি নিয়েছিল সরকার। তবে করোনা মহামারির কারণে কর্মসূচিগুলো যথাযথভাবে অনুষ্ঠিত হয়নি। পরে মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এ বছরের ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ।