ভূমধ্যসাগরে বৃটিশ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভূমধ্যসাগরে বৃটেনের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে চীনের সিজিটিএন। এতে বলা হয়, বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বৃটেনের পতাকাবাহী যুদ্ধজাহাজ এইচএমএস কুইন এলিজাবেথ থেকে উড়ার পর এফ৩৫ বিধ্বস্ত হয়েছে। তবে এর পাইলট তার আগেই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি নিরাপদে জাহাজে ফিরতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

আসলে কি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাত মাসের বেশি দায়িত্ব পালন শেষে এই যুদ্ধবিমানটি বৃটেনে ফিরছিল। তখনই এ ঘটনা ঘটে।