পদ্মগোখরো-দুধরাজসহ ২১টি সাপ উদ্ধার

হাটহাজারীতে পদ্মগোখরো-দুধরাজসহ ২১টি সাপ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ১৮টি পদ্মগোখরা সাপের বাচ্চা, ২টি ঘরগিন্নি ও ১টি দুধসাপ রয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল, নন্দীরহাট ও ফতেপুর ইউনিয়নের জামতল এলাকার বিভিন্ন বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করে বনবিভাগ ও স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা।

হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বলেন, পরিবারের সদস্যরা সাপের বাচ্চগুলো দেখতে পেয়ে আমাদের খবর দেন। খবর পেয়ে উপজেলার কয়েকটি এলাকার হরেক রকম সাপের বাচ্চা উদ্ধার করি। এ সময় স্ন্যাক রেসকিউ টিমের মোহাম্মদ ফরহাদুল ইসলাম ও রেজাউল করিম রাকিব সহযোগিতা করেছেন।

তিনি বলেন, বিভিন্ন বসতঘর থেকে ১৮টি পদ্মগোখরো সাপের বাচ্চা ও ১টি দুধরাজ সাপ, ২টি ঘরগিন্নিসহ ২১টি সাপ উদ্ধার করি। সাপ ও সাপের বাচ্চাগুলোকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।