মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হবে

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস পালন, এবং ১৬ ডিসেম্বর,২০২১ মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও জাঁকজমকপুর্ণ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওর্সি আব্দুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা ইউসুফ খাঁন, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, নোয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক জানে আলম আলম, আর্যমৈত্রেয় হাইস্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন বিশ্বাস প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন,গত বছর করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার সীমিত আকারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে হয়েছে। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছেন জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনের সেলক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে নিয়ে সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হবে। প্রধান অতিথি একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, রাউজানের সকল শ্রেণী পেশার অংশ গ্রহণে মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হবে।