চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল বলেছেন, আল্লাহুর রসুল এরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবেন তাঁর জন্য রাব্বুল ইজ্জত বেহেস্তে একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহর দুনিয়ার মধ্যে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন হযরত আয়েশা সিদ্দিকা (রা:) জামে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মাহাবুর রহমান কাদেরী, আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা হারুনুর রশিদ চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মো. সালাউদ্দিন, নুরুজ্জামান সান্টু, হাজী মঞ্জু, মো. আফজাল আহম্মেদ হেলাল, মো. মহিউদ্দিন, মো. এস.আই নিজাম প্রমুখ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে সরকারি উদ্যোগে পাঁচশতের বেশি মসজিদ নির্মাণ করে যে মহান কাজ করেছেন এর জন্য আল্লাহর দরবারে সদকায়ে জারিয়ার সোয়াব তো পাবেনই, অন্যদিকে বাঙালিদের জন্য সুলতানী ও মোগল শাসনামল ছাড়া আর কোন সরকার এ দৃষ্টান্ত রাখতে পারেন নাই বলে অভিমত ব্যক্ত করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত ও তবরুক বিতরণ করা হয়।







