এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক

এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়। আজ বুধবার চলমান এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক।

সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।

জয় দিয়ে প্রথম সেট শুরু করে বাংলাদেশ। প্রথম সেটে বাংলাদেশ পায় ৫১ পয়েন্ট। এরপর টানা দ্বিতীয় সেটও জিতে নেয় বাংলাদেশ। এই সেটে বাংলাদেশের ছিল ৫৭ পয়েন্ট। অবশ্য তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনামের মেয়েরা। সেই সেটে ৫৪ পয়েন্ট পায় ভিয়েতনাম, বাংলাদেশ পায় ৫৩। পঞ্চম সেট ড্র হয়। দুদলই পায় সমান ৫৩ পয়েন্ট করে। শেষ পর্যন্ত ৫-৩ সেট পয়েন্টে জিতে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ।

প্রথম পদক জয়ের পর দিয়া বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব, আমাদের তিন জনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই পদক পেয়েছি।’

আগামী শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ।