চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষদ ভিত্তিক ‘ডৎরঃরহম জবংবধৎপয চধঢ়বৎং ধহফ চৎড়লবপঃ চৎড়ঢ়ড়ংধষং’ শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত তরুণ শিক্ষকদের কর্মশালার মাধ্যমে শেষ হয়েছে। ১৬ নভেম্বর ২০২১ সকাল ১০:৩০ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. মোঃ আফতাব উদ্দীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র সাবেক অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন, উক্ত বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চবি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুর রহমান এবং ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আকতার হোসেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে চবি আইকিউএসি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের জন্য অনুষদ ভিত্তিক সপ্তাহব্যাপি কর্মশালা সুসম্পন্ন করায় তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের তরুণ শিক্ষকবৃন্দ যত বেশি জ্ঞান-গবেষণায় ব্রতী হবেন তাঁদের জ্ঞান ভান্ডার তত বেশি সমৃদ্ধ হবে’। তিনি আরও বলেন, আইকিউএসি আয়োজিত এ সকল কর্মশালার মাধ্যমে নিজেদের গবেষণা কর্ম সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকবৃন্দের এ ধরণের কর্মশালায় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাংকিং এ উচ্চ আসনে অধিষ্ঠিত করতে হলে আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জ্ঞান অন্বেষণ ও গবেষণা পরিচালনার কোন বিকল্প নেই মর্মে মাননীয় উপাচার্য অভিমত ব্যক্ত করেন।
কর্মশালায় চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী, ড. মোহাম্মদ ওমর ফারুক, কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনুষদ ভিত্তিক কর্মশালার আওতায় ১৫ নভেম্বর ২০২১ সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত তরুণ শিক্ষকদের জন্য ‘ডৎরঃরহম জবংবধৎপয চধঢ়বৎং ধহফ চৎড়লবপঃ চৎড়ঢ়ড়ংধষং’ শীর্ষক কর্মশালা উক্ত অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. মোঃ আফতাব উদ্দীনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আনোয়ারা বেগম।









