করোনা মহামারী শিক্ষার্থীদের যে ক্ষতি করেছে তা অপূরনীয়- মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা মহামারী শিক্ষার্থীদের যে ক্ষতি করেছে তা অপূরনীয়। বাংলাদেশ সরকার অনেক উন্নত দেশের আগে ভ্যাকসিন দেয়ার সুযোগ সৃস্টি করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেয়েছ। আজ মঙ্গলবার সকালে নগরীর ইস্পাহানী মোড়ে স্যার মরিস ব্রাউন স্কুলে এইচ.এস.সি পরীক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। যা বহিঃবিশে^ প্রশংসিত। মেয়র করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সুরক্ষার জন্য এইচ.এস.সি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগেই শতভাগ টিকার আওতায় এনে এইচ.এস.সি পরীক্ষা শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা আছে সকল শিক্ষার্থীকে টিকর আওতায় আনার, সব মিলিয়ে আমরা অনেক উন্নত দেেেশর তুলনায় ভাল আছি। তিনি পরীক্ষার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহনের আহ্বান জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

শ্রমিক মালিক সুসম্পর্ক রেখেই গামেন্টর্স শিল্পকে এগিয়ে নিতে হবে-আওয়াজ ফাউন্ডেশন ডায়ালগে মেয়র
যে মানুষ নিজের শ্রম বিক্রি করে কিছু উৎপাদন করে সেই শ্রেষ্ঠ মানুষ। নারীরা আদিম যুগ থেকে কর্মক্ষেত্রে যুক্ত ছিলেন। এরপরও সমাজ তাদের অবলা হিসেবে আখ্যায়িত করত। কিন্তু আজ বাংলাদেশ গামেন্টস শিল্পের উৎপাদনের সাথে নারীরা জড়িত হয়ে অর্থনৈতিক ক্ষেত্রে এক বিপ্লব সাধন করেছে। বঙ্গবন্ধু নারীকে যেভাবে মূল্যায়ণ করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তব রূপ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রে কিংবা গৃহে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সুশিক্ষার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও নারী বান্ধব নীতির কারনে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ঘঠেছে এবং কর্মক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ না থাকার ফলে বাংলাদেশ বিশে^ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে যেখানে নারী নির্যাতন ও নারীদের প্রতি সহিংসতা ঘটছে তা প্রতিরোধের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে। গামেন্টের্স শিল্প কারখানা অফিস সব ক্ষেত্রে শ্রমিক মালিক পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। নারী অধিকার সংগঠন আওয়াজ ফান্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাটালি হিলস্থ নগর ভবনে শ্রমিক নিরাপত্তা বিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।
আওয়াজের নির্বাহী পরিচালক নাজমা আক্তারের সভাপতিত্বে ডায়ালগ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমই প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নয়ন কখনও সম্ভব হবে না। তিনি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় অনুশাসনের সাথে সাথে প্রতিষ্ঠানের যে সকল নিয়মনীতি ও আইন রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চললে সমাজে নারীদের উপর সহিংসতা অনেকাংশে কমে আসবে বলে মত প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিজিএমই পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, গামেন্টর্স শিল্পে সমাজের অবহেলিত নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের অধিকার সুনিশ্চিত করার জন্য শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
সভাপতির বক্তব্যে আওয়াজ ফাউন্ডনেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার বলেন, নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে পারলে পোষাক শিল্প ও কারখানার শ্রমিকরা বেঁচে থাকবে এবং পোষাক শিল্প দিয়ে বাংলাদেশ বিশে^ উন্নত দেশে পরিনত হবে।
এ সময় আরো বক্তব্যে রাখেন কাউন্সিলর জেসমিন পারভীন জেসী রুমকী সেনগুপ্ত, মেয়র একান্ত সচিব আবুল হাশেম, আওয়াজের প্রজেক্ট অফিসার ইসরাত জাহান চৌধুরী, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু ট্রেউ ইউনিয়নের সালেহা আক্তার শাহিদা আক্তার মায়া নাসরিন আক্তার, নাজমুন নাহার পলি, মনিরুজ্জামান মাসুম, মোঃ সাইফুল ইসলাম এবং শিল্প পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ শ্রমিক নেতৃবৃন্দ।