মুহিবুল্লাহ হত্যাকান্ডে আরও এক আসামীর জবানবন্দি

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলায় হামিদ হোসাইন (৩৫) নামে আরও এক আসামী আদালতে জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৪ নভেম্বর) আদালতে জবানবন্দি দেন তিনি। এর আগে গত ১৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।
গ্রেপ্তার হামিদ হোসাইন লম্বাশিয়া ক্যাম্প ব্লক-জি/১২, ক্যাম্প-১/ইস্ট এর শহর মল্লুক এর ছেলে।
সোমবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাঈমুল হক জানান,
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে উখিয়া থানার ৪নং রাজাপালং ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, লাম্বাশিয়া রোহিঙ্গা পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট এলাকা থেকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় হামিদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের পর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে ওই আসামি আদালতে নিজ দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ইলিয়াস নামের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইলিয়াস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এর রজক আলীর ছেলে।