‘রত্নগর্ভা মা বেগম লায়লা হক’এর শয্যাপাশে বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন

মহান মুক্তিযুদ্ধে রাউজানে ‘হযরত আলহাজ্ব ওচমান আলী মাস্টার রহ.-এর বাড়ির শেল্টার হাউজ’ প্রধান বীরনারী সরকার ও বিভিন্ন সংগঠন-সংস্থা কর্তৃক ‘রত্নগর্ভা মা’ সম্মাননায় সংবর্ধিত-ভূষিত বিশিষ্ট সমাজহিতৈষী এবং আমরা করবো জয়-এর প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আলহাজ্ব বেগম লায়লা হককে দেখতে গেলেন ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ নেতৃবৃন্দ। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানি শেষে ১৪ নভেম্বর, সন্ধ্যা ৬টায় গণকমিশন চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক-এর নেতৃত্বে আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস-এর আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি, প্রাক্তন আইজিপি মোহাম্মদ নুরুল আনোয়ার, গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, গণকমিশন সচিবালয়ের সমন্বয়কারী কাজী মুকুল এবং নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সহ-সভাপতি দিপঙ্কর চৌধুরী কাজল, কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা সাইফ উদ্দিন রুবেলসহ চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের বিশিষ্টজনেরা এসময় এই বীর মুক্তিযোদ্ধাকে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানসহ সার্বক্ষণিক দেখভালের অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কমিশন নেতৃবৃন্দ অসুস্থ লায়লা হকের পাশে বেশকিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসকদের কাছ থেকে খোঁজ-খবর নেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সাবেক সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম গণকমিশনকে তাঁদের হাসপাতালে স্বাগত জানিয়ে করোনাকালীন হাসপাতালের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন এবং জেনারেল হাসপাতালে কর্মরত (ভারপ্রাপ্ত) পরিসংখ্যানবিদ আলহাজ¦ শওকত আল-আমিনের মাকে দেখতে আসায় কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.কে ফজলুল হক চেয়ারম্যান-এর সহধর্মিণী বেগম লায়লা হক করোনাকালীন প্রায় ২ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত মাসে বাসায় ফিরে যান। ফের তিনি অসুস্থ হলে জেনারেল হাসপাতালে পুনরায় ভর্তি হয়ে প্রায় ১ মাস যাবৎ চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়ে মায়ের শয্যাপাশে গণকমিশন এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় ব্যয় করায় গণকমিশন সচিবালয়ের সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।