শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে সুষ্ট ও শান্তিপুর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরিক্ষা অনুষ্টিত ।রাউজানে ৯শত ৮৩ জন এস এস সি পরিক্ষার্থীর মধ্যে ৯শত ৭৯ জন পরিক্ষার্থী ৪টি কেন্দ্রে পরিক্ষায় অংশ গ্রহন করেন । ৬ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেনি। গতকাল ১৪ নভেম্বর রবিবার সকাল ১০ টা থেকে রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়, রাউজান গহিরা এ জে ওয়াই বহুমুখি উচ্চ বিদ্যালয়, রাউজান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দেওয়ান পুর এস কে সেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস, এস সি পরিক্ষা শুরু হয় । পরিক্ষা চলাকালে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি । একই দিন সকাল ১০ টা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে রাউজান গহিরা এফ, কে জামেউল উলুম কামিল মার্দ্রাসা, রাউজান দারুল ইসলাম কামিল মার্দ্রাসা, কাগতিয়া এশাতুল উলুম কামিল মার্দ্রাসায় ৮শত ৩জন দাখিল পরিক্ষার্থীর মধ্যে ৭শত ৭১ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন । দাখিল পরিক্ষায় ৩২ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন । কারিগরী শিক্ষা বোর্ডের অধিনে এস এস সি ভোকেশনাল পরিক্ষায় ১শত ৫৩ জন পরিক্ষার্থীর মধ্যে ১শত ৪৮ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন । এস এস সি ভোকেশনাল পরিক্ষায় ৫ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন । এস এস সি ও দাখিল পরিক্ষা চলাকালে কোন পরিক্ষা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । সুষ্ট ও শান্তিপুর্ণভাবে পরিক্ষা অনুষ্টিত হয় । রাউজান উপজেলা নির্বহিী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান উপজেলা সহক্রাী কমিশনার ভুমি রাউজানের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন পরিদর্শন করেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে শান্তি ও সুষ্ট ভাবে এস, এস সি, দাখিল পরিক্ষা অনুষ্টিত হয়েছে ।










