শামসু উদ্দীন, টেকনাফ প্রতিনিধি ::::
সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপ সাগর থেকে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবার একটি বৃহৎ চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। এস্ময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ শনিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার রাতে চালানটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের (মিডিয়া) কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি।তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বৃহৎ একটি চালান সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে উপকূলে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. এম নাঈম উল হকের নেতৃত্বে বাংলাদেশ জলসীমায় অবস্থান নেয় কোস্টগার্ড। এসময় মিয়ানমার থেকে বাংদেশের জলসীমার অভ্যান্তরে আসা একটি মাছধরার ট্রলারের গতিবিধি সন্দেহ হলে ট্রলারটিকে ধাওয়া করে কোস্ট গার্ড।এসময় ট্রলার থেকে ৪টি প্লাসিকের বস্তা সাগরে ফেলে দিয়ে দ্রুত দিক পরিবর্তন করে ট্রলারটি মিয়ানমারের সীমানায় পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। ফেলে যাওয়া ৪টি বস্তা সাগর থেকে উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত ইয়াবার চালানটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।









