সেরা কন্ঠ তারকা শাহিন খান গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান

সেরা কন্ঠ তারকা শাহিন খান গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান ৷
২০১২ সালের চ্যানেল আই সেরা কন্ঠের রানার আপ শিল্পী শাহিন খান ইতোমধ্যে বেশ কিছু মৌলিক গান দিয়ে তার জনপ্রিয়তার ধারাবাহিকতা রেখে চলেছেন ৷
আমার জনম গেলো ভুলে ভুলে, এই গানটি তাকে দর্শক শ্রোতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তোলে ৷ গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসীর কথায় এই প্রথম চট্টগ্রামের আঞ্চলিক গানে কণ্ঠ দিয়েছেন শাহিন খান ৷  সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী বলেন এরইমধ্যে জাতীয় পর্যায়ের অনেক তারকা শিল্পী আমার সুর ও সঙ্গীত পরিচালনায় চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়েছে ৷ তারই ধারাবাহিকতায় শাহিন খান গাইলেন ‘ চম্পা রে তোয়াই পাই’ ( চম্পাকে খুঁজে পেয়েছি) ৷ এক কথায় শাহিন অসাধারণ গেয়েছে গানটি ৷ শাহিন খান একজন জাত শিল্পী এই গানটি তারই বহিঃপ্রকাশ ৷ সে ঢাকা অঞ্চলের ছেলে হয়েও এত নিখুঁত ভাবে চট্টগ্রামের গান করেছে তা আমাকে রীতিমতো বিস্মিত করেছে ৷ গানটিতে অভিনয়শিল্পী হিসেবে তার সাথে অভিনয় করেছেন নৃত্যশিল্পী রোকসানা আফরিন বিথী ৷
গানটি সম্পর্কে শাহিন খান বলেন, আমি এই প্রথম চট্টগ্রামের গানে কণ্ঠ দিলাম ৷ এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা ৷ গানটি অসাধারণ কথামালায় সাজানো ৷ স্কুল পড়ুয়া একটি ছোট্ট প্রেমের গল্প নিয়ে রচিত গানটি ৷ আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে ৷
গানটি ইউটিউবে পাওয়া যাচ্ছে।