এমবাপ্পের রেকর্ডগড়া ৪ গোল, বিশ্বকাপে ফ্রান্স-বেলজিয়াম

স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করেছিলেন আনসু ফাতিকে। যদিও দু’জনের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছে ভিন্ন সময়ে। বয়সের পার্থক্যও রয়েছে। ফাতির সঙ্গে তুলনা করাতেই কি তেতে উঠলেন এমবাপ্পে? বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড কাজাখস্তানের জালে দিয়েছেন ৪ গোল। বিশ্বকাপ বাছাইপর্বে কাজাখস্তানকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। নিশ্চিত করেছে ২০২২ কাতার বিশ্বকাপে খেলা। কাতারের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা বেলজিয়াম ৩-১ গোলে জিতেছে এস্তোনিয়ার বিপক্ষে।

শক্তিমত্তা কিংবা ফুটবল সংস্কৃতি সবকিছুতেই কাজাখস্তানের চেয়ে ঢের এগিয়ে ফ্রান্সঅ।