রাঙ্গুনিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবু তৈয়ব নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নারিশ্চা সাপলেজা পাড়ায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবু তৈয়ব বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা হাতি তার উপর আক্রমণ করে। পরে হাতিটি তাকে শুঁড় দিয়ে আছাড় দেয়। এরপর পা দিয়ে পিষে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, খবর পেয়েছি। সেখানে লোক পাঠানো হয়েছে। হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে বলে আমাদের কর্মকর্তারা জানান।











