সাম্প্রদায়িক সন্ত্রাস: ভুক্তভোগীদের জবানবন্দি রেকর্ড হবে

‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’

চট্টগ্রামে গণশুনানী করবে ১৪ নভেম্বর সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলার (অন্তত গত পাঁচ বছরের) তদন্তে গঠিত “বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন” ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় তদন্ত কাজ সম্পন্ন করেছে। তদন্তের ধারাবাহিকতায় আগামী ১৪ নভেম্বর, রবিবার গণকমিশন চট্টগ্রামে পৌঁছবে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানি কার্যক্রমে ভুক্তভোগীদের সরাসরি জবানবন্দি রেকর্ড এবং লিখিত জবানবন্দি গ্রহণ করবে গণকমিশন সচিবালয়। গণকমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা এমপি, প্রাক্তন আইজিপি মো. নুরুল আনোয়ার, সদস্য সচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এবং গণকমিশন সচিবালয়ের সমন্বয়কারী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কাজী মুকুল ও সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন। এছাড়া,প্যানেলে উপস্থিত থাকবেন জেলা নির্মূল কমিটির উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনসহ চট্টগ্রামের মুক্তিযুদ্ধের পক্ষের বিশিষ্টজনেরা। অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম বিভাগে আহত-ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের যথাসময়ে উপস্থিত হয়ে গণশুননানীতে অংশগ্রহণের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার পক্ষে কার্যকরী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ অলিদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।