শুক্রবাসরীয় বাজার

থেকে ফেরা
তপ্ত, খাড়া রোদে ফিরছি চকবাজার থেকে। কাঁচাবাজারেও সেই তপ্ততার আঁচ লেগেছে। তিতকরলাও ৭০ পার করেছে। কিছু কাটছাঁট করতেই হলো।
মহান মাওলানা ভাসানী একদা ঢাকার পল্টনের মাঠে দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে সভাকে বলেছিলেন, ‘চালডাল-নুন-তেল-কেরোসিনের দাম বেড়েছে। মঞ্চে উপবিষ্ট আরেক বড় নেতার দিকে তাকিয়ে, সহাস্যে, মদের দামও বেড়েছে কিন্তু!’ এখন মাওলানা নেই। আমাদের হয়ে বলারও কেউ নেই।
ঘর্মাক্ত, ক্লান্ত আমি তাই এভাবে জানালাম। কবি হাফিজ রশিদ খানের ওয়ল থেকে
ছবি তুলেছে প্রীতিভাজন, বিশিষ্ট সমাজসেবক খালেদ আহমেদ।