জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাঁচলাইশ থানা শাখার নব নির্বাচিত আহবায়ক কমিটির সাংগঠনিক পরিচিতি সভা আজ শুক্রবার (১২ নভেম্বর) বিকালে মুরাদপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক মো. শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সাংগঠনিক কর্মকান্ড পরিচালানায় আহবায়ক কমিটির কর্মকর্তাবৃন্দের ক্ষমতা ও দায়িত্ব পালনের উপর বিস্তারিত আলোচনা করে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. মহিউদ্দীন রুবেল।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ, ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, বর্তমান ভোটারবিহীন সরকার বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক সংগ্রামে তরুণরাই অগ্রণী ভূমিকা রেখেছে। আজকে যারা পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলে নতুন দায়িত্ব পেয়েছেন সকলেই বয়সে তরুণ। এই তারুণ্য নির্ভর নতুন নেতৃত্ব সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করবে। তাই দেশ ও জনগণের উপর চেপে বসা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাইকে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। অতীতের ন্যায় আগামী আন্দোলনেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে আরোও সাহসী ভূমিকা পালন করবে।
এতে বক্তব্য রাখেন নবগঠিত পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান নান্টু, হুমায়ুন রশিদ হাসান, সোহেল রানা, কামাল হোসেন, মেহেরাজ উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য আহাদুল হক, ফরহাদ আজাদ, জহিরুল রাজু, মো. রুবেল, মো. ভুট্টু, মো. নওশাদ, কোরবান আলী আকাশ, সৌরভ হোসেন, মো. আরিফ, মো. বাবু, ওমর ফারুক, শাহাদাত হোসেন, মো. শিপন, মো. সেলিম প্রমূখ।











