নির্বাচন স্থগিতের দাবি জানালেন বিদ্রোহী প্রার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিরসরাইয়ে খৈয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এছাড়া তিনি নির্বাচন স্থগিতেরও দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্রোহী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী এ নির্বাচনকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের দেয়া একতরফা প্রহসন মূলক নির্বাচনের সাথে তুলনা করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি অনেক হামলা বাধা বিপত্তির মধ্যেও নির্বাচনে অংশ নিয়েছি। প্রত্যাশা ছিলো শেষ পর্যন্ত থাকার। কিন্তু আজকের নির্বাচনি পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে এটি ১৯৯৬ সারের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন খালেদা জিয়া সরকারের দেয়া মাগুরা মার্কা প্রহসনের নির্বাচন। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
এসময় তিনি আরো বলেন, ‘ভোটের আগের দিন রাত থেকে আমাকে এবং আমার পরিবারকে আমার বাংলো বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। আমার বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। সকালে ভোট কেন্দ্রে যেতে চাইলে একাধিকবার আমি এবং আমার পরিবারের ওপর হামলা করা হয়। তাও অনেক কষ্টে কেন্দ্রে গিয়ে দেখতে পেলাম দুইটি বুথে সবগুলো ব্যালট পেপারে আগে থেকে সিল মেরে রাখা হয়েছে। আমি এটি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবো।’
এদিকে বৃহস্পতিবার বিকাল আড়াইটার দিকে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের কাছে একটি লিখিত অভিযোগ দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন প্রার্থী নিজে।
অবশ্য এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, ‘আমি নির্বাচন স্থগিত করতে পারি না। তাই আমি এটি গ্রহণ করিনি।’