হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট এলাকার মোটরসাইকেলের ধাক্কায় অজিত চন্দ্র দে (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর ) বিকেল ৪টার দিকে নাঙ্গলমোড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজিত চন্দ্র দে একই থানার জগত বন্ধু দে’র ছেলে। মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
অজিত চন্দ্র দে’র জামাতা শ্যামল দাস বলেন, মোটরসাইকেলের ধাক্কায় আমার শ্বশুর গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে হাটহাজারীতে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। হাসপাতালে আনা হলে বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











