চোরকে আটক করে পুলিশে সোপর্দ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে এক চোরকে হাতে নাতে ধরে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এয়াকুব আলী তালুকদার বাড়ি থেকে তাকে আটক করে। পরদিন বুুধবার সকাল ৮টার সময় আটক চোরকে পুলিশের হাতে তোলে দেয়। আটক চোরের নাম মো. নুরুল ইসলাম। সে হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শরবত আলী তালুকদার বাড়ির ফজল কাদের বাবুলের ছেলে।স্থানীয়রা জানান, আটক নুুরুল ইসলাম রাত ২টার সময় মদ খেয়ে ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এয়াকুব আলী তালুকদার বাড়ির মো. নুরুল আলমের নির্মাণাধীন পাকা ঘরে চুরি করতে প্রবেশ ঘরে। পাশের ঘরের বাসিন্দা বিবি খতিজা তালা ভাঙার শব্দ শুনে সবাইকে ফোন করে জানিয়ে দেয়। পরে আমরা এলাকার আরও ৮/১০ জন উপস্থিত হয়ে পুরো ঘর ঘেরাও করি। সে ঘরের ছাদে উঠে আমাদের ঢিল ছুড়ে। অনেকক্ষণ পর তাকে ধরতে পারি।

যে ঘরে চুরি করতে প্রবেশ করে সে ঘরের মালিক মো. নুরুল আলম বলেন, আমরা এই ঘরে কেউ থাকি না। খামার বাড়িতে থাকি। রাতে খবর পায় ঘরে চোর ডুকেছে। এসে দেখি একটি রুমের তালা ভাঙা। তবে রুমে বিদ্যুৎতের তার ছাড়া তেমন কিছু ছিল না।এদিকে আটক চোরের পিতা ফজল কাদের বাবুল বলেন, এটা ষড়যন্ত্র। আমার ছেলে চুরি করে না। তবে মদ খায়। এ প্রসঙ্গে চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুর রহমান বলেন, আমরা তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। বিস্তারিত পরে বলতে পারবো। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, আমি থানার বাইরে আছি। থানায় গেলে ঘটনার বিস্তারিত জানতে পারবো।