হাফেজ বজলুর রহমান সড়ক নয় স্বপ্নের দরজা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ৬৭ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্বোধন হাফেজ বজলুর রহমান সড়ক নির্মান কাজ শেষ হওয়ায় রাউজান, রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষের দীঘুদিনের স্বপ্ন পুরন হলো । রাউজান উপজেলা সদরের রাউজান জলিল নগর বাস ষ্টেশন থেকে শুরু হয়ে হাফেজ বজলুর রহমান সড়কটি রাউজান পৌরসভার ঢেউয়া পাড়া হাজী পাড়া, রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর, পশ্চিম রাউজান, কেউটিয়া, খলিলাবাদ, নাতোয়ান বাগিচা, কদলপুর ইউনিয়নের মীর বাগিচা, আশরফ আলী চৌধুরী হাট, ঈশান ভট্টের হাট, পরীর দীঘির পাড়, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, পাহাড়তলী চৌমুহনী, শেখ পাড়া, মহামুনি হয়ে র্ঙ্গাুৃনিয়া উপজেলার বেতাগী হয়ে কর্ণফুলী নদীর তীর পর্যন্ত বিস্তৃত । ১৫ কিলোমিটার দৈঘ হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে প্রতিদিন রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়, ইমাম গাজ্জালী কলেজ, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়, উনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়, কদলপুর স্কুল এন্ড কলেজ, কদলণপুর হামিদিয়া ফাজিল মার্দ্রাসা, আশরফ আলী চৌধুরী হাট, রাউজান আর্যমৈত্রেয় ইনষ্টিটিউশন, মোহাম্মদপুর মহিউল উলুম মার্দ্রাসা, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, সহ শতাধিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা প্রতিনিয়ত চলাচল করে। এছাড়া হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর কর্মকর্তা কর্মচারী ও হাসপাতালের রোগীরা চলাচল করে। হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে পাহাড়তলী মহামুনি বৌদ্ব মন্দিরে প্রতিদিন শত শত বৌদ্ব ধর্মীয় অনুসারীরা যাতায়াত করে। এছাড়া ও পাহাড়তলী চৌমুহনী বাজার, গৌরিশংকর হাট, কদলপুর ঈশান ভট্টের হাট, আশরফ আলী চৌধুরী হাট, রমজান আলী হাট, নাতোয়ান বাগিচা বাজার, রাউজান জলিল নগর বাস ষ্টেশন, রাউজান ফকির হাট বাজারের ক্রেতা বিক্রেতারা ও রাউজান উপজেলা পরিষদ কার্যলয়, রাউজান থানা সহ সরকারী বেসকারী অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীরা সরকারী বেসকারী অফিস আদালতে সেবা গ্রহিতারা প্রতিনিয়ত যাতায়াত করেন । রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় হাফেজ বজলুর রহমান সড়কটি ৩৫ ফুট প্রশস্ত করে পুরাতন জরার্জিন কালভার্ট ব্রীজ ভেঙ্গে নতুন কালভার্ট ও ব্রীজ নির্মান ও সড়কের নির্মান কাজ করার টেন্ডার নেয় ঠিকাদারী প্রতিষ্টান সাইফ পাওয়ার টেক । ৬৭ কোটি টাকা ব্যায়ে গত তিন বৎসর পুর্বে সড়কের নির্মান কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্টান সাইফ পাওয়ার টেক। সড়ক ও জনপথ বিভাগের আওতাধিন হাফেজ বজলুর রহমান সড়কের নির্মান কাজ শেষ করেন ঠিকাদারী প্রতিষ্টান । গতকাল ১০নভেম্বর বুধবার সকালে নব নির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্বোধন করেন সেতুৃ মন্ত্রী ওবাইদুল কাদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব নির্মিত হাফেজ বজলুর রহমান সড়কের উদ্ধোধন উপলক্ষে পাহাড়তলী চৌমুহনী বাজারে সড়কের উদ্বোধন ফলক উম্মোচন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিরে সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । সড়কের উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন সহ রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ।
ছবির ক্যাপশনঃ রাউজান পৌরসভার সুলতানপুর কাজী পাড়ায় প্রবাসী ইউনুছের ঘরে চোরের দল চুরি করে যাওয়ার পর ঘরের মধ্যে এলোমেলো ভাবে পড়ে থাকা আসবাব পত্র