গণপরিবহনে খুশিমত ভাড়া আদায়ের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ

নগরের সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে গণপরিবহনে খুশিমত ভাড়া আদায়ের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ বিবৃতি দেন।

গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে খুশিমত ভাড়া বাড়িয়ে দিয়ে যাত্রীদের হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকষর্ণ করছি। সরকার যে ভাড়া নির্ধারণ করেছেন তাতে মালিকদের লাভ হয়েছে। তারপরও গণপরিবহনে ইচ্ছেমত ভাড়া আদায় করছে। এটা সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং এই সেক্টরে সরকারের নামধারী যে সকল কর্তৃপক্ষ আছে তারা তলে তলে সরকার পতনের ষড়যন্ত্র করছে।

বিবৃতিতে আরও বলা হয়, শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে শতকরা ২৩ ভাগ জ্বালানি মূল্য বাড়ানো হলেও পরিবহনকে শতকরা ২৭ ভাগ এবং লঞ্চের ক্ষেত্রে ৩৭ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরিবহন মালিকেরা নির্ধারণ কমিটিতে আজগবি ব্যয় দেখিয়ে ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। এর পর রাস্তায় যাত্রীদের কাছ থেকে আরও বেশি আদায় করছে। আন্তর্জাতিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে। গ্যাস ও পেট্টোলের ক্ষেত্রে নয়। সিএনজি চালিত পরিবহন নীতি বর্হিভূতভাবে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যেহেতু গ্যাসের উপর কোন বাড়তি কর আরোপ করা হয়নি। তারা যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।