হানিফকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার

খুলশী থানার আমবাগান এলাকায় মো. হানিফকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান।

নিহত মো. হানিফের ভাই জয়নাল আবেদিন বাদী হয়ে খুলশী থানায় দশ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দুই ও তিনকে আসামি করে মঙ্গলবার হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. নুরুল ইসলাম (৪০) ও রোকসানা বেগম (৩৬)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, হানিফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মো. নুরুল ইসলাম মামলার সাত ও রোকসানা বেগম নয় নম্বর আসামি। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনীর তরুণ সংঘ মাঠের পাশে বায়তুল আমান জামে মসজিদের সামনে ছুরিকাঘাতে মো. হানিফ নিহত হয়। আরেক ভাই অনিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।