‘পলাশ মারা গেছে। এই নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ ও আমার কেউ না।’ সম্প্রতি চট্টগ্রামে চাঞ্চল্যকর বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় অভিযুক্ত নিহত পলাশের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে এ কথাগুলো বলেন চিত্রনায়িকা সিমলা।
গতকাল সঙ্গে মুঠোফোনে কথা হয় এ আলোচিত নায়িকার। তিনি বর্তমানে ভারতের মুম্বাইয়ে রয়েছেন। তদন্তের এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসা বিষয়ে সিমলা বলেন, ‘যারা তদন্ত করছেন তারা তদন্ত করুক। তদন্ত যখন শেষ হবে তখনইতো আপনারা জানতে পারবেন বিষয়টি।’
সিমলা বলেন, ‘আমার কিছু বলার নেই এখানে। যারা তদন্ত করছেন তাদেরকে প্রশ্ন করুন। আমাকে প্রশ্ন করছেন কেন? আমি এটার সঙ্গে রিলেটেড না। আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না।’










