সেন্টমার্টিন পরিদর্শনে মুগ্ধ বাংলাদেশে নিযুক্ত চার বিদেশি দূত

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন পরিদর্শনে মুগ্ধ বাংলাদেশে নিযুক্ত চার বিদেশি দূত। মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের উদ্যোগে জোটবদ্ধভাবে জাপানের ইতো নাওকি, ইউরোপীয় ইউনিয়নের চার্লস হোয়াইটল ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার সোমবার ওই দ্বীপ পরিদর্শনে যান। পরিদর্শনকালে বিদেশি দূতদের সঙ্গ দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল অব. খুরশেদ আলমসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পৃথক টুইট বার্তায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটল দ্বীপ‌টির সৌন্দ‌র্যে মুগ্ধতার কথা জানান। রাষ্ট্রদূত ইতো লি‌খে‌ন- সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন ক‌রে মুগ্ধ হ‌য়ে‌ছি। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ জোয়ার, লবণাক্ততা এবং প্রবাল বিনষ্টের জন্য বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এই দ্বীপের পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তন দ্রুত প্রভাব ফেলেছে। এটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। ইইউর রাষ্ট্রদূত টুইটে লি‌খে‌ন, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবের ছাপ রয়েছে সেন্টমার্টিন দ্বীপজুড়ে।এটি একটি বাস্তবতা। যার মধ্যে রয়েছে উপকূলীয় ক্ষয়, প্রবালের বিনষ্টতা এবং সমুদ্রের জীবন ক্ষয়। ‘উপলব্ধিমূলক’ ওই ভ্রমণ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহনী এবং কোস্ট গার্ডের প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইইউ দূত।