হালদা নদীতে অভিযান

রাউজান প্রতিনিধি:: হালদা নদীতে অভিযান চালিয়েছে রাউজান উপজেলা প্রশাসন। অভিযানে ২টি ইঞ্জিনচালিত বোটের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত হালদা নদীর মদুনাঘাট থেকে কালুরঘাট পর্যন্ত রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। এ সময় আইডিএফ ও পিকেএসএফ’র সসদ্যরা অভিযানে সহযোগিতা করেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জোনায়েদ কবীর সোহাগ বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে ২টি ইঞ্জিনচালিত বোটের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ফয়েজ রাব্বানী, রহিম হোসেন, সদরঘাট নৌ পুলিশের পুলিশ সদস্য মাহাবুব, রাউজান থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে হালদা নদীর মদুনাঘাট এলাকা থেকে ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।