হালদা নদীতে অভিযান ৫ হাজার মিটার জাল উদ্ধার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছের প্রজনন রক্ষায় নদী থেকে সারা বৎসর মাছ শিকার নিষ্দ্বি করা হয় । নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত হালদা নদীতে ঘের জাল, ভাসা জাল, বড়শী দিয়ে মাছ শিকার করায় মৎস প্রজনন হুমকির মুখে পড়েছে । হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল বসিয়ে মাছ শিকার ও যান্ত্রিক নৌযান চলাচল করায় হালদা মাছ সহ জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে । হালদা নদীতে মাছ ধরার জালে আটক ও যান্ত্রিক নৌযানের আঘাতে মা মাছ সহ ডলফিন মারা যাচ্ছে । হালদা নদীর মা মাছ রক্ষায় নৌপুলিশ মোতায়েন ও রাউজান হাটহাজারী উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালিয়ে হালদা নদী থেকে বিপুল পরিমান জাল আটক ও যান্ত্রিক নৌযান ধংস করা হলে ও থেমে নেই মাছ শিকার ও যান্ত্রিক নৌযান চলাচল । গতকাল ৭ নভেম্বর রবিবার বিকাল ৪ টার সময়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কুিবর সোহাগ রাউজান থানার পুলিশ, নৌপুলিশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে স্প্রীড বোট নিয়ে মদুনাঘাট ব্রীজ থেকে রাউজানের উরকিরচর ইউনিয়নের সার্কদা, দেওয়ানজী ঘাট, নোয়াপাড়া ইউনিয়র্নে মোকামী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। বিকাল ৪ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এক ঘন্টার অভিযানে রাউজানের উরকিরচর ইউনিয়নের সার্কদা, দেওয়ানজী ঘাট, নোয়াপাড়া ইউনিয়র্নে মোকামী পাড়া এলাকায় হালদা নদীতে ম,াছ শিকারের জন্য বসানো ৫ হাজার মিটার ভাসা জাল নদী থেকে উদ্দার করে। উদ্বার করা ৫ হাজারা মিটার জাল রাউজান উপজেলা নির্বাহী অফিসার তার কার্যলয়ে নিয়ে আসেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন হালদা নদীর মা মাছ সহ জীব বৈচিত্র রক্ষায় হালদা নদীতে নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল উদ্বার করা হয়েছে । গতকাল ৭ নভেম্বর রবিবার বিকালে ১ ঘন্টার অভিযানে ৫ হাজার মিটার জাল হালদা নদী থেকে উদ্বার করতে সক্ষম হয়েছি । হালদার মা মাছ রক্ষায় প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।