ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের উদ্যোগে জেলহত্যা দিবসের আলোচনা সভা ৮ নভেম্বর
জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনকল্পে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে ৮ নভেম্বর, বিকেল ৪টায়, নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের ৩য় তলায় চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনের জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজলের সভাপতিত্বে এতে প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি জননেতা নইম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার। প্রধান বক্তা থাকবেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
এদিকে, একই দিন সন্ধ্যা ৬টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হবে।
জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কার্যকরী সাধারণ সম্পাদক মোঃ অলিদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি থাকবেন ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।










