পদত্যাগ করবেন না লেবাননের তথ্যমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষিতে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে স্বীকার করে কোরহাদি জানান, সৌদি আরব যত চাপই সৃষ্টি করুক না কেনো, এর প্রেক্ষিতে পদত্যাগের কথা ভাবছেন না তিনি।

ইয়েমেনের সৌদি আরবের নেতৃত্বে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে আরব দেশগুলো। একে আগ্রাসন বলে সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিয়েছিলেন কোরদাহি। মূলত এরপর থেকেই রিয়াদ ও বৈরুতের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়। লেবাননের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে সৌদি সরকার। এর প্রেক্ষিতে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী কোরদাহি আবারও নিশ্চিত করেন যে, তিনি তার অবস্থানে কোনো পরিবর্তন আনবেন না।