আফগানিস্তানকে ৬৬ রানে হারালো ভারত

চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে ২০০ রানের কৃতিত্ব দেখালো ভারত। আফগানিস্তানের বিপক্ষে ২১০/২ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলো বিরাট কোহলির দল।

দেয়ালে ঠেকেছে পিঠ, জয় ছাড়া বিশ্বকাপের স্বপ্ন দীর্ঘায়িত করা সম্ভব নয় আয়োজক দেশ ভারতের। খাদের কিনারায় এসে আফগানিস্তানের বিপক্ষে যেনো টনক নড়লো বিরাট কোহলিদের। বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যাট হাতে ফর্ম দেখালো ভারতীয়রা। বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ২১১ রানের টার্গেট দিলো ভারত। সর্বোচ্চ ৭৪ রান করেন রোহিত শর্মা। ৪৭ বলের ইনিংসে ৮টি চার ও তিনটি ছক্কা হাঁকান ভারতীয় ওপেনার । অপর ওপেনার কেএল রাহুল করেন ৪৮ বলে ৬৯ রান।

৬টি চার ও দুটি ছক্কা হাঁকান রাহুল। আফগানিস্তানের বল হাতে একটি করে উইকেট নেন পেসার গুলবদিন নায়েব ও করিম জানাত।

এদিন ওপেনিং জুটিতে দুজন স্কোর বোর্ডে জমা করেন ১৪.৩ ওভারে ১৪০ রান। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে ২০-এর কোঠা পার করার আগেই ভেঙেছিল ভারতের ওপেনিং জুটি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দলীয় মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনারদ্বয়ের সংগ্রহ ছিল ১১।

আজ হারলেই বিশ্বকাপের স্বপ্নযাত্রা শেষ হয়ে যাবে আয়োজক ভারতের।

ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশ: হযরত উল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), রহমত উল্লাহ গুরবাজ, নাজিবুল্লাদ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), গুলবাদিন নায়েব, কারিম জানাত, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক ও হামিদ হাসান।