আসিয়ানের বিশেষ দূতকে সুচির সঙ্গে সাক্ষাতের অনুমতি নয়

ক্ষমতাচ্যুত অং সান সুচির সঙ্গে আসিয়ানের বিশেষ দূতকে সাক্ষাতের অনুমতি দেবে না মিয়ানমারের সামরিক জান্তা। তাদের একজন শীর্ষ কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেছেন, এ বিষয়টি মিয়ানমারের আভ্যন্তরীণ আইনের বাইরে। ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন বলেছেন, অং সান সুচির বিরুদ্ধে মামলা বিচারাধীন আছে। এ অবস্থায় অন্য কোনো দেশই অন্য দেশ বা সংগঠনের দূতের সঙ্গে তাকে সাক্ষাত করার সুযোগ দিতো না। রাষ্ট্রীয় মিডিয়ায় তিনি বলেছেন, আসিয়ানের সঙ্গে এমন একজন দূতের বিষয়ে একমত পোষণ করেছিল মিয়ানমার। কিন্তু তা দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর নির্ভর করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।