ভর্তি পরীক্ষার সময় র‌্যাগিংয়ের কোনো অভিযোগ পেলে জিরো টলারেন্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। ভর্তি পরীক্ষার সময় র‌্যাগিংয়ের কোনো অভিযোগ পেলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে জানান চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চবি উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা র‌্যাগিং বা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের কোনো অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। এছাড়া বিষয়গুলো নজরদারিতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে মোবাইল কোর্ট।

এসময় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টরিয়ার বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রায় ৭০০ নিরাপত্তাকর্মী কাজ করবে ভর্তি পরীক্ষার সময়। এছাড়া থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেকোনো অপ্রীতিকর ঘটনার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থাকবে মোবাইল কোর্ট।