চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বিকেল তিনটায় দাবি মানার বিষয়ে উপাচার্যের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ছাত্রলীগ নেতারা।

বিষয়টি নিশ্চিত করে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত বাংলানিউজকে বলেন, উপাচার্য স্যার আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এ জন্য অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আন্দোলনরত ছাত্রদের আমি ডেকে কথা বলেছি। তাদের দাবি পূরণেরর ব্যাপারে আশ্বাস দিয়েছি। বিকেল থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।