৩২৩৬ স্যাটেলাইটে দ্রুত গতির ইন্টারনেট দেবে অ্যামাজন

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ৩২৩৬টি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে।

এজন্য প্রতিষ্ঠানটি একটি প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’ হাতে নিতে যাচ্ছে। এর আওতায় ইন্টারনেট সেবা দিতে চায় অ্যামাজন।

যেসব এলাকার মানুষ তাদের মৌলিক ইন্টারনেট সেবাও পায় না তাদেরকে এই প্রজেক্টের আওতায় দ্রুত গতির ব্রডব্যান্ড দেওয়া হবে। এজন্য পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে স্যাটেলাইটগুলো ছাড়া হবে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দেবার বিষয়টি নিশ্চিত করেছে। যা শনিবার জানা গেছে। এই ইন্টারনেট সেবা দিতে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ইউনাইটেড নেশন’স ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে প্রজেক্ট কুইপারের সব কাগজপত্র জমা দিয়েছে।

প্রজেক্ট কুইপারে ৭৮৪টি স্যাটেলাইট পৃথিবী থেকে ৩৬৮ মাইল দূরে, ১২৯৬টি স্যাটেলাইট ৩৭৯ মাইল দূরে এবং ১১৫৬টি স্যাটেলাইট ৩৯১ মাইল দূরে পাঠানো হবে। যাতে বিশ্বের অন্তত ৯৫ শতাংশ মানুষকে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব বলে দাবি করছে অ্যামাজন।

এই পরিকল্পনায় অবশ্য অ্যামাজনকে ইলোন মাস্কের স্পেসএক্স এবং ওয়ানওয়েবের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বীতায় যেতে হবে। কারণ, ইতোমধ্যে মাস্কের স্পেসএক্স ১২ হাজার স্যাটেলাইট পাঠানোর জন্য কাজ করছে। আর ওয়ানওয়েব গত ফেব্রুয়ারিতেই ছয়টি স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছে।

স্যাটেলাইট গুচ্ছের মধ্যে কিছু সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলতি বছরের শুরুতে কানাডা’র টেলিস্যাটের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন প্রধান জেফ বেজোসের রকেট প্রতিষ্ঠান ব্লু অরিজিনও।