লম্বা চুল যাতে গরমে যন্ত্রণার কারণ না হয়

শখের লম্বা চুল যাতে গরমে যন্ত্রণার কারণ না হয়, তাই নিয়মিত যত্ন নিতে পারেন। এখন বাইরে অনেক ধুলোবালু তাই নিয়মিত চুলে শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে পরিষ্কার রাখা উচিত। মাঝেমধ্যে চুলে হট অয়েল ট্রিটমেন্ট করা যেতে পারে। হালকা গরম তেল চুলে লাগিয়ে তোয়ালে পেঁচিয়ে রেখে মাথা ধুয়ে নিলে উপকার পাওয়া যাবে। এ ছাড়া ঘরে বসেই প্যাক তৈরি করে লাগাতে পারেন। ডিমের সাদা অংশের সঙ্গে অল্প পরিমাণে মধু আর জলপাই তেল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে মেখে নিন। এরপর ২০ মিনিট রেখে গোসল করে চুল ধুয়ে ফেলুন। যাদের চুল ঝরে যাচ্ছে, তারা পেঁয়াজের রস লাগিয়ে নির্দিষ্ট সময় পর ধুয়ে ফেললে উপকার পাবেন।

বাইরে গেলে পোশাকের সঙ্গে মানিয়ে চুলটাকে বেঁধে নিতে পারেন ব্যান্ড দিয়ে। এতে চুল যেমন ভালো থাকবে, তেমনি স্টাইলও ঠিক থাকবে। হ্যাট ছাড়াও ব্যান্ড না পরে বাইরে গেলে ধুলোবালু থেকে চুল সুরক্ষিত থাকবে।