রেশমি চুড়ির রিনিঝিনি ছন্দে

বাঙালি নারীর হাতে রেশমি চুড়ির রিনিঝিনি ছন্দে, মন মেতে ওঠে আনন্দে। তাই বৈশাখ বরণে নতুন পোশাকের সঙ্গে হাতভর্তি রেশমি চুড়ি চাই-ই চাই। জেনে নিন কোথায় পাবেন মনের মতো কাচের চুড়ি আর কানের দুল।

টিএসসির মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের পাশে, সোহরাওয়ার্দী উদ্যান এবং ছবির হাট ও চারুকলার সামনে কাঠ, মাটির গয়না আর কাচের চুড়ির পসরা সাজিয়ে বসেছেন চুড়িওয়ালা মামারা। এ ছাড়া দোয়েল চত্বর, আজিজ সুপার মার্কেট, আড়ং, কলাবাগানসহ ইডেন কলেজ, নিউ মার্কেটে রাস্তার দুই পাশে, গার্হস্থ্য অর্থনীতি কলেজের পাশে রয়েছে চুড়ি, দুল, গলার মালার বিশাল বাজার।

চারুকলার সামনে দীর্ঘদিন ধরে চুড়ি বিক্রি করে আসছেন মফিজ মামা। তিনি বলেন, বাহারি রঙের কাচের চুড়ির বেচাকেনা সারাবছরই আছে। কিন্তু বেশ কিছু বছর পহেলা বৈশাখের আমাদের বেচাকেনা অনেক বেশি হয়। কি রঙের চুড়ি বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, লালা আর সাদার চাহিদা সবচেয়ে বেশি। তবে হালকা বা গাঢ় অন্যান্য রঙের চুড়িও বিক্রি হচ্ছে বেশ। দামের ব্যাপারে তিনি বলেন, অন্যান্য সময়ের চেয়ে ডজন প্রতি চুড়ির দাম এখন একটু বেশি রাখছি। তবে খুশি হয়ে যে যেমন দেয় সেটাই নিচ্ছি।
0Shares