বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির সঙ্গে যুক্ত হলেন সংগীতশিল্পী বালাম। এলআরবির ম্যানেজার শামীম আহমেদ বলেন, আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট নয়, এলআরবিতে যুক্ত হলেন বালাম। তিনি গিটার বাজাবেন, গান করবেন।
শুক্রবার ব্যান্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এলআরবি। সেখানেই বালামের যুক্ত হওয়ার কথাটি জানানো হয়। গত বছর ১৮ অক্টোবর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান এলআরবির প্রধান গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু।

এ সময় শামীম আহমেদ বলেন, বস (আইয়ুব বাচ্চু) নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ব্যান্ডটিকে আমরা চালু রাখতে চেয়েছি। বসের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তার সবকিছুই আমাদের সঙ্গে আছে। তিনি আছেন, থাকবেন আমাদের মাঝে।

বালাম বলেন, এলআরবি একটা বড় নাম। সবার প্রিয় ব্যান্ড। আইয়ুব বাচ্চু ভাই আমাদের লিজেন্ড। সবার কাছে অনুরোধ, কেউ আমাকে আইয়ুব বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনোদিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করব এলআরবিকে সাপোর্ট দিতে।