চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার ‘শপিং ব্যাগ’ সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি কিছু অংশ পুড়ে পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৪টি ফায়ার স্টেশনের ৯টি গাড়ি দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে বহুতল ভবনটির ২য় তলার কিছু অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার স্টেশনের কর্মকর্তারা।
এসির (এয়ার কন্ডিশন) ডার্ক রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জানিয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বহুতল সুপার শপটিতে ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনপুরা, নন্দনকানন, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি জানান, বহুতল সুপার শপটির ২য় তলায় এসির ডার্ক রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে আমরা জেনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।