চবি শাটল ট্রেন ১৬ অক্টোবর থেকে নিয়মিত চলবে

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলার বিষয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও আগামী ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান পরিবহন শাটল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন পাঠানোর পর এখনও কিছু জানানো হয়নি। তাই ক্যাম্পাস কখন খুলবে, সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ টিকা নিশ্চিত হওয়ার আগে ক্যাম্পাস খোলা হবে না।

তিনি বলেন, ১৬ অক্টোবর থেকে প্রতিদিন ২টি শাটল ট্রেন সকালে শহর থেকে ক্যাম্পাসে আসবে। নিয়মানুযায়ী সেগুলো বিকেলে আবার শহরে ফিরে যাবে।