স্বয়ংক্রিয়ভাবে ৪৪ কেটি ৫৩ লাখ মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত

বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এ স্বয়ংক্রিয়ভাবে ৪৪ কেটি ৫৩ লাখ মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হয়েছে।এরমধ্যে বর্তমানে আনুমানিক ২২ কোটি ২৬ লাখ হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে রয়েছে।বিটিআরসি বৃহস্পতিবার টেকশহরডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছে।অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি করা হ্যান্ডসেট শুক্রবার (১ অক্টোবর) হতে নেটওয়ার্কে এলে তা বিচ্ছিন্নের আওতায় পড়বে।চলতি বছরের ১ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হয় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ।এর মধ্যে বৈধ কিংবা অবৈধ- গ্রাহকের হাতে মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সকল হ্যান্ডসেট ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিটিআরসির ‘নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেইজ (এনএআইডি)’ সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। ফলে এই সময়ে নিবন্ধিত হওয়া এসব হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে না।বিটিআরসির গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন খাঁন  জানান, মোবাইল অপারেটর হতে প্রাপ্ত আইএমইআই এর সংখ্যা ৪৪ কোটি ৫৩ লাখ যা ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধন করা হয়েছে।কোনো গ্রাহক যদি এখন অবৈধ হ্যান্ডসেট কিনেই ফেলেন এবং তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কী করণীয়, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, গ্রাহককে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বর লিখে ১৬০০২ নম্বরে প্রেরণের মাধ্যেম যাচাই করে নিতে হবে। ২০২১ সালের ১ অক্টোবর তারিখ হতে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত অবৈধ হ্যান্ডসেট ব্যবহারযোগ্য হবে না।তিনি বলছেন, গ্রাহক অবৈধ হ্যান্ডসেটটি যেখান হতে কিনেছেন সেখান হতে মূল্য ফেরতের দাবি করতে পারেন।