: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশের হাতে দিয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পশ্চিম অলীনগর গ্রামের মহাজনপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নূর বানু (৪০) ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
ঘটনাস্থলে যাওয়া জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবেদ আলী বলেন, ‘আব্দুল মান্নান অনেকদিন ধরে বেকার। এক ছেলে ও তিন মেয়ে আছে তাদের। সংসারে খুবই অভাব। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মান্নান তাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হেফাজত থেকে মান্নানকে গ্রেফতার করেছে বলে তিনি জানিয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানিয়েছেন এসআই আবেদ।