আজ ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ১৭ জন প্রার্থী আজ নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে আওয়ামী লীগের ১ জন, বিএনপির ৭ জন, জাতীয় পার্টির ২ জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ২ জন, এনপিপির ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রিটার্নিং কর্মকর্তা ( বিভাগীয় কমিশনার কার্যালয়), চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

চট্টগ্রাম মিরসরাই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মো. ওসমান খান, ফটিকছড়ি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মোহাম্মদ আতীক, সন্দ্বীপ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ বেলায়েত হোসেন সীতাকুন্ড আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী হিসেবে এওয়াইবিআই সিদ্দিকী ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মো. জয়নাল আবেদীন, রাউজান আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবিএম ফজলে করিম, রাঙ্গুনীয়া আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী হিসেবে মো. কুতুব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নিয়ামতুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জালালউদ্দিন, চান্দগাঁও-বোয়ালখালী আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে মো. সেহাবউদ্দিন, কোতোয়ালী আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কমিউনিস্ট পার্টিও প্রার্থী হিসেবে মৃনাল চৌধুরী,

ডবলমুরিং আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী হিসেবে সৈয়দ কুদরত-ই-খোদা ও জাতীয় পাটির প্রার্থী হিসেবে মো. ওসমান খান,বন্দর-পতেঙ্গা আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী হিসেবে সৈয়দ কুদরত-ই-খোদা ও এনপিপির মো. খান, পটিয়া আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী হিসেবে গাজী মো. সিরাজ উল্লাহ এবং আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টিও প্রার্থী হিসেবে আবদুর রব চৌধুরী টিপু।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, চট্টগ্রামের ১২ আসনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।