উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও বিয়ারসহ রোহিঙ্গা  আটক

কায়সার হামিদ মানিক,উখিয়া।
উখিয়ার  বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ারসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
শনিবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামি হলেন, ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের জহির আহাম্মদের পুত্র  সৈয়দুল আমিন (১৪)।
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, র‍্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী  উখিয়ার বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী জহির আহম্মদের বাড়ির সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ঐ স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে ধৃত করে, এবং ২ জন আসামী কৌশলে পালিয়ে যায়।
 ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে বসত ঘর তল্লাশী করে সর্বমোট ৩৩ হাজার  পিস ইয়াবা ও ৬৮ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক
উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ০১-(ওয়েস্ট) বি-৩ ব্লকের ব্লক মাঝি সামসু আলমের বাড়ীর পাশে রাস্তার উপর থেকে ৫ শত ৫০ পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।
শনিবার দুপুরে এই অভিযান চালানো হয়।
আটকৃত আসামিরা হলেন,১ ডব্লিঊ  রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহাম্মদের পুত্র,আবদুল্লাহ(২২), ইলিয়াসের পুত্র, ফয়সাল (২২),আবুল বশরের পুত্র, সব্বির (২১), নুর মোহাম্মদের পুত্র,  হামিদ (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।
সুত্রে জানা যায়,লাম্বাশিয়া ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প ১-(ওয়েস্ট) , ব্লক বি-৩, ব্লক মাঝি সামসু আলম এর বাড়ীর পাশে রাস্তা  হতে অভিযান পরিচালনা করে, রোহিঙ্গাদের ইয়াবা ক্রয় বিক্রয় ও সেবনের সময় ৫ শত ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার তাদের আটক করেছে।
উদ্ধারকৃত ইয়াবসহ ৪ রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।