কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র, গোলাবারুদসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার রাত পৌনে একটার দিকে উপজেলার লেচুপাড়া-হ্নীলা বাজার সড়কের ওপর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন হ্নীলা লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ কবিরের ছেলে ওমর ফারুক (২২) ও একই ক্যাম্পের মো. মোস্তাকের ছেলে সাদেক হোসেন (২১)।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, লেচুপাড়া-হ্নীলা বাজার এলাকায় অস্ত্রকারবারিদের অবস্থান নেওয়ার কথা জানতে পেরে র্যাব অভিযান যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে দুজনের সঙ্গে থাকা বস্তা ও দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ানশুটার গান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, এ ঘটনায় দুজনের বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আজ বৃহস্পতিবার সকালে দুজনকে টেকনাফ থানা-পুলিশে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার দুই রোহিঙ্গা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।










