ছিনতাইকৃত মালামালসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার

নগরীর হালিশহর থানাধীন এসি মসজিদ আবহানী ক্লাব লিমিটেড সংলগ্ন সততা অটো ইলেক্ট্রনিক গ্যারেজের সামনে থেকে ছিনতাইকৃত মালামালসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

মঙ্গলবার ( ০২ এপ্রিল) বিকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি জানানো হয়। আটককৃতরা হলো মোঃ জাহাঙ্গীর আলম (২৩), রেজা শাহ পাহালবী (২৬), সৈকত চন্দ্র শীল (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদুল ইসলাম ও তার চাচা গত ৩১ তারিখ হালিশহর থানাধীন বি-ব্লকস্থ এস-ক্লাব মোড় সংলগ্ন বায়তুল আজিম জামে মসজিদ সংলগ্ন খালী মাঠে এক বন্ধুর সাথে দেখা করতে আসে। তখন আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে জোরপূর্বক হালিশহর থানাধীন বি-ব্লকস্থ ২নং রোড, আলহাজ্ব ওসমান গণি সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার ভিতরে নিয়ে যায়। আসামীরা তাঁকে ও তার চাচাকে কিল, ঘুষি, লাথি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

একপর্যায়ে আসামীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থাকা ০২টি স্যামসাং মোবাইল, নগদ ৮,০০০ টাকা ও কাতারী মুদ্রা ৩৫০ রিয়েল, জাতীয় পরিচয় পত্রসহ প্রয়োজনীয় কাগজ পত্র এবং তার চাচার ব্যবহৃত ০১টি সিম্পনি মোবাইল ও নগদ ১২০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, তারা তিনজন এলাকায় ছাত্রলীগ করে এবং বিভিন্ন সময় ছোট বড় বিষয়ে মারামারি তে জড়ায়। এর পূর্বেও বিভিন্ন বিষয়ে থানায় তাদের মুচলেকা দেওয়া আছে।